সিলেটের যেসব এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৪ নভেম্বর, ২০২৫, ০৬:২২ পিএম
সিলেটের যেসব এলাকায় মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না

ট্রান্সফরমার মেরামত, বিতরণ লাইন সংস্কার এবং গাছপালার ডালপালা কর্তনের মতো নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য মঙ্গলবার (২৫ নভেম্বর) সিলেট নগরের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। এসব কাজ নিরাপদভাবে সম্পন্ন করতে সাময়িকভাবে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৪ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক জানান, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি উপশহর ফিডারের আওতাধীন তেরোরতন পয়েন্ট, সি ব্লক, সি ব্লক মেইন রোড, ডি ব্লক মাছ বাজারসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মীরা মাঠে কাজ করবেন বলে জানান তিনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যদি নির্ধারিত সময়ের আগেই সব কাজ সম্পন্ন করা সম্ভব হয়, তবে সঙ্গে সঙ্গে ওই সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই বিঘ্নের কারণে গ্রাহকদের যে অসুবিধা হবে তার জন্য দুঃখ প্রকাশ করে সকলের সহযোগিতা কামনা করেছেন নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক।

আপনার জেলার সংবাদ পড়তে