নাগেশ্বরীতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

এফএনএস (হাফিজুর রহমান হৃদয়; নাগেশ্বরী, কুড়িগ্রাম) : | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৩:৩৪ পিএম
নাগেশ্বরীতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারি সেবা প্রাপ্তিতে অনগ্রসরদের অধিকতর অন্তর্ভুক্তি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আরডিআরএস কোর কম্প্রিহেনসিভ প্রোগ্রাম-এর আওতায় মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। আরডিআরএস বাংলাদেশ এর নাগেশ্বরী আঞ্চলিক ব্যবস্থাপক মো. নুরুজ্জামানের সভাপতিত্বে এবং সিডিএস ধনেশ্বরী রানীর সঞ্চালণায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহ. শাহনুর জামান, বিশেষ অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, যুব উন্নয়ন অফিসার ময়দান আলী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা কোকিল চন্দ্র বিশ্বাস, আরডিআরএস বাংলাদেশ-এর রংপুর অঞ্চলের টেকনিক্যাল অফিসার (প্রোটেকশন এ্যান্ড ইনক্লুশন) জাহিদা মুস্তারি লিসা প্রমুখ।