ভালুকায় ৪৮০ বোতল বিদেশি মদসহ পিকআপ জব্দ

এফএনএস (মোঃ আলমগীর হোসেন; ভালুকা, ময়মনসিংহ) :
| আপডেট: ২৫ নভেম্বর, ২০২৫, ০৭:০৭ পিএম | প্রকাশ: ২৫ নভেম্বর, ২০২৫, ০৬:৪৩ পিএম
ভালুকায় ৪৮০ বোতল বিদেশি মদসহ পিকআপ জব্দ

ভালুকায় ৪৮০ বোতল মদসহ একটি পিকাপ জব্দ করেছে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার বিকালে মহাসড়কের সিডস্টোর এতিমখানা এলাকা থেকে পিকআপসহ মদগুলো জব্দ করা হয়। এ ঘটনায় মামলা হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ জানান, ঢাকাগামী একটি পিকআপের গতিবিধি সন্দেহ হলে পুলিশ পিকআপটি ধাওয়া করে। এতে চালক সিডস্টোর এতিমখানা এলাকায় সড়কের পাশে পিকআপটি ফেলে রেখে পালিয়ে যায় । পুলিশ গাড়িটি তল্লাশি করে ৪৮০ বোতল বিদেশি মদ এবং পিকআপটি জব্দ করে। থানায় নিয়ে যায়। 

জব্দকৃত মদের মধ্যে রয়েছে ব্ল্যাক পোরি, সিগনেচার প্রিমিয়ার, মেজিক্যাল মুভমেন্ট বুটকা এবং ব্লান্ডারস প্রাইডসহ বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ।

আপনার জেলার সংবাদ পড়তে