৩৩ পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন

এফএনএস অনলাইন: | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৩:৪৬ পিএম
৩৩ পুলিশ কর্মকর্তা পদোন্নতি পেয়ে ডিআইজি হলেন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ৩৩ ডিআইজিকে ডিআইজি (উপপুলিশ মহাপরিদর্শক) পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে বুধবার এ-সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে সই করেছেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। নতুন পদে যোগদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দিতে বলা হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে