কিশোরগঞ্জেরে কটিয়াদীতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে কটিয়াদী উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের আয়োজনে জেলা পরিষদ মার্কটে উপজেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পূর্ব এক আলোচনা সভায় কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সদ্য সাবেক সদস্য ও কটিয়াদী পৌর বিএনপির সাবেক আহবায়ক গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ সামসুল আরেফিন তারা, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারন সম্পাদক শামসুল হক চান মিয়া মাস্টার, কটিয়াদী ডিগ্রী কলেজের সাবেক জি,এস সাইদুর রহমান সাইদু, উপজেলা বিএনপির সদস্য অ্যাড. ইলিয়াস কাঞ্চন ভূঞা শরিফ, আব্দুল কাইয়ুম, সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, উপজেলা কৃষকদলের আহবায়ক আজিজুল হক শাহজাহান, সদস্য সচিব কামরুল ইসলাম বাবলু, যুগ্ম আহবায়ক মো. কাজল, পৌর যুবদলের সদস্য সচিব আ. আজিজ প্রিন্স, জালালপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাসদুল আলম মাসুদ, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আবু নায়েম বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. আলমগীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আবুল কাশেম, জালালপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. আমিনুল হক সজল, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক মিলন বক্তব্য রাখেন। দোয়া মাহফিলে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তাগণ বলেন, দেশের প্রিয় নেত্রী, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে আমরা একত্রিত হয়েছি। মহান আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থতা দান করেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা জুনায়েদ আহমেদ।