বোরহানউদ্দিনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

এফএনএস (ফয়সাল আহমেদ; বোরহানউদ্দিন, ভোলা) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৫:৫১ পিএম
বোরহানউদ্দিনে জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী অনুষ্ঠিত

 উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বোরহানউদ্দিনে অনুষ্ঠিত হলো "জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ও প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২৫"। গবাদি পশুর আধুনিক পালন এবং স্বাস্থ্য সুরক্ষার বার্তা নিয়ে ২৬/১১/২০২৫ ইং তারিখে বোরহানউদ্দিন হ্যালিপ্যাডের পশ্চিম পার্শে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রদর্শনীতে বিভিন্ন জাতের উন্নতমানের গবাদিপশু, হাঁস-মুরগি, এবং প্রাণীসম্পদ সংশ্লিষ্ট আধুনিক প্রযুক্তি স্থান পায়। খামারিদের উৎপাদিত পণ্যের প্রচার ও তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় খামারিরা একে অপরের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পান।

 বাস্তবায়নে: উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটোনারি হাসপাতাল, ভোলা। সহযোগিতায়: উপজেলা প্রশাসন, বোরহানউদ্দিন, ভোলা। অর্থায়নে: প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রনজিৎ চন্দ্র দাস, বোরহানউদ্দিন, ভোলা। তিনি তাঁর বক্তব্যে প্রাণীসম্পদ খাতের উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন এবং খামারিদের সরকারি সহযোগিতা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা: মোসা, নাজনীন, বোরহানউদ্দিন। তিনি প্রাণীসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করা যায়, সে বিষয়ে আলোকপাত করেন।

এই সফল আয়োজন বোরহানউদ্দিনের প্রাণীসম্পদ খামারিদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যাচ্ছে।

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিদ্দিকুর রহমান।কৃষি কর্মকর্তা,মৎস্য কর্মকর্তা,  টগবী ইউনিয়নের চেয়ারম্যান জসিমউদদীন হাওলাদার, পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)  হুমায়ুন কবির। এছাড়াও বিভিন্ন এলাকার থেকে আগত খামারী গন।

আপনার জেলার সংবাদ পড়তে