চাঁদপুরের নতুন এসপি মো. রবিউল হাসান

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) : | প্রকাশ: ২৬ নভেম্বর, ২০২৫, ০৬:৪৭ পিএম
চাঁদপুরের নতুন এসপি মো. রবিউল হাসান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে  দেশজুড়ে ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে রদবদল করেছে পুলিশ সদর দপ্তর। এর অংশ হিসেবে চাঁদপুর জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রবিউল হাসান।তিনি বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করছেন। বিসিএস ২৫তম ব্যাচের কর্মকর্তা চাঁদপুর জেলার নতুন এসপি  মো. রবিউল হাসান নানা গুরুত্বপূর্ণ ইউনিটে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

অন্যদিকে, চাঁদপুরের বর্তমান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম, ২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী চাঁদপুরের আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে মানবিক কর্মকাণ্ড ও পুলিশী সেবাকে জনবান্ধব করার মাধ্যমে জেলায় ব্যাপক সুনাম অর্জন করেন। 

তাঁকে রদবদল করে রাঙ্গামাটি জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এবার প্রথমবারের মতো ৬৪ জেলায় লটারিভিত্তিক এসপি বদলি করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আপনার জেলার সংবাদ পড়তে