সিলেটে নতুন ইউনিফর্মে পুলিশের দায়িত্বপালন শুরু

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ২৭ নভেম্বর, ২০২৫, ০৪:৩৮ পিএম
সিলেটে নতুন ইউনিফর্মে পুলিশের দায়িত্বপালন শুরু

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদস্যরা সকাল থেকে নতুন লৌহবর্ণ ইউনিফর্ম পরেই দিনের কর্মঘন্টা শুরু করেছেন। নতুন পোশাকে এসএমপির বাকী সদস্যরাও ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগের কিছু সদস্যদেরকে নতুন ইউনিফর্ম পরেই দায়িত্ব পালন করতে দেখা গেছে। আগামীকাল পরিপূর্ণভাবে সিলেটের সব সদস্য নতুন পোশাক পেতে শুরু করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এই সিদ্ধান্ত মূলত সাম্প্রতিক সময়ে পুরো দেশের পুলিশ বাহিনীর জন্য গৃহীত নতুন ইউনিফর্ম চালু করার উদ্যোগের একটি অংশ। বাংলাদেশ পুলিশের নতুন লৌহবর্ণ ইউনিফর্ম প্রথম দফায় ১৫ নভেম্বর ২০২৫ থেকে মহানগর ও বিশেষায়িত ইউনিটগুলোর জন্য চালু হয়েছে।

২১ বছরের পুরনো নীল-সবুজ পোশাক ত্যাগ করে, গত ১৫ নভেম্বর থেকে দেশজুড়ে নতুন লৌহবর্ণ ইউনিফর্ম চালু হয়েছে। ধাপে ধাপে তা সিলেটেও তা কার্যকর হেচ্ছ। যা প্রায় ২১ বছর পর পুলিশের পোষাক পরিবর্তন হলো।

প্রথম দফায় নতুন পোশাক চালু হয়েছে রাজধানীর ডিএমপি, সিএমপি, এবং হাইওয়ে পুলিশ, নৌ পুলিশ, পিবিআই সহ অন্যান্য বিশেষ ইউনিটে।

এরপর ধাপে ধাপে নতুন ইউনিফর্ম সারা দেশে প্রয়োগ করা হবে। এবং এখন মেট্রোপলিটন এলাকার মধ্যে সিলেটেও সেই কার্যক্রম শুরু হয়েছে।

পূর্বে পুলিশের পুরনো ইউনিফর্ম ছিল গাঢ় নীল ও সবুজ রঙের, যা ২০০৪ সালের পরে থেকে ব্যবহার করা হচ্ছিল। এই নতুন পরিবর্তন প্রায় দুই দশকেরও বেশি সময় পর হচ্ছে। যা পুলিশের চেহারা ও পরিচয়ে একটি বড় পরিবর্তন।

পুলিশ প্রশাসন বলছে, নতুন লৌহবর্ণ ইউনিফর্ম ও সংশোধিত পোশাক ডিজাইন একটি নব পরিচয় হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদার ও আধুনিক ভাবমূর্তি গড়ার চেষ্টা।

এসএমপি-র এই নতুন ইউনিফর্ম গ্রহণ জনগণের দৃষ্টিভঙ্গায় পুলিশের পরিবর্তন ও আধুনিকীকরণকে প্রতিফলিত করবে বলে অনেকে মনে করছেন

আপনার জেলার সংবাদ পড়তে