গফরগাঁওয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

এফএনএস (রফিকুল ইসলাম খান; গফরগাঁও, ময়মনসিংহ) : | প্রকাশ: ২৯ নভেম্বর, ২০২৫, ০১:১৯ পিএম
গফরগাঁওয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিল

ময়মনসিংহের গফরগাঁও ও পাগলা সংসদীয় আসনের শতাধিক মসজিদে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়েছে।

ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক, মনোনয়ন প্রত্যাশী ডা. মোফাখখারুল ইসলাম রানা'র উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা পাইথল ইউনিয়নে বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও ডা. রানার নির্দেশনায় জুম্মার নামাজ শেষে উপজেলার শতাধিক মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা চিকিৎসাধীন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করেন। মোনাজাতে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন ধর্মপ্রাণ মুসল্লিগণ।

আপনার জেলার সংবাদ পড়তে