নীলফামারীর সৈয়দপুরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এটির আয়োজন করে সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন।
শহরের শহীদ ডা.জিকরুল হক সড়কস্থ দলীয় কার্যালয়ে ওই দোয়া মাহফিলের আয়োজন ছিল । দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এতে অংশ নেন,সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার,সাধারণ সম্পাদক শাহীন আক্তার,সহসভাপতি এ্যাডঃ এস এম ওবায়দুর রহমান,বিএনপি নেতা শফিকুল ইসলাম জনি, তারিক আজিজি,বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাবলু,জিয়াউল হক জিয়া, রেজওয়ান আকতার পাপ্পু,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামানিকসহ অনেকে। দোয়া পরিচালনা করেন কারী মকসুদার রহমান।