পূর্বাচলে প্লট দুর্নীতি, হাসিনা রেহানা ও টিউলিপকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ পিএম
পূর্বাচলে প্লট দুর্নীতি, হাসিনা রেহানা ও টিউলিপকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত–৪ এর বিচারক মো. রবিউল আলম। রায়ে শেখ হাসিনাকে পাঁচ বছর, শেখ রেহানাকে সাত বছর এবং টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানাও করেন আদালত।

সোমবার রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে ছিল কড়া নিরাপত্তা। সকাল থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকাজুড়ে টহল দেন। মামলাটিতে মোট ১৭ জনকে আসামি করা হয়েছিল। তাদের মধ্যে সাবেক সচিব, রাজউকের একাধিক সাবেক সদস্য, পরিচালক ও কর্মকর্তাসহ আরও ১৪ জনকে পাঁচ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার পটভূমিতে জানা যায়, চলতি বছরের ১৩ জানুয়ারি দুর্নীতি দমন কমিশন এই মামলাটি করে। অভিযোগে বলা হয়, শেখ রেহানা পূর্বাচলের ১০ কাঠা প্লট বরাদ্দ নেন সম্পত্তির তথ্য গোপন ও ক্ষমতার অপব্যবহার করে। সেই বরাদ্দে সহায়তা করেন তাঁর বোন শেখ হাসিনা। আর টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি হিসেবে নিজের প্রভাব খাটিয়ে রাজউকের প্লট বরাদ্দে ভূমিকা রাখেন। অভিযোগপত্রে বলা হয়, বরাদ্দ পাওয়ার যোগ্য না হয়েও অসৎ উদ্দেশ্যে প্লট দেওয়া হয়েছিল।

মামলার তদন্ত শেষে গত ১০ মার্চ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। মোট ৩২ জন সাক্ষীর জবানবন্দির ওপর ভিত্তি করে আদালত জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় তিনজনসহ অন্যান্য আসামিদের সাজা দেওয়া হয়েছে। দুদকের পক্ষের পাবলিক প্রসিকিউটর মঈনুল হাসান রায় ঘোষণার পর বলেন, সব সাক্ষ্য ও প্রমাণ তাদের অভিযোগ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

এ মামলার আগে পূর্বাচলে প্লট দুর্নীতির আরও তিন মামলায় পাঁচ দিন আগে অন্য একটি আদালত আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ হাসিনাকে মোট একুশ বছরের সশ্রম কারাদণ্ড দেয়। ওই মামলাগুলোতে তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে পাঁচ বছর করে দণ্ড দেওয়া হয়েছিল। এরও আগে ১৭ নভেম্বর মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেয়।

পূর্বাচল প্রকল্পের অন্যান্য মামলাও বিচারাধীন। দুদক জানিয়েছে, আরও দুটো মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে। সেখানে আসামি হিসেবে রয়েছেন টিউলিপ সিদ্দিকের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিকসহ আরও কয়েকজন।

দুর্নীতি মামলায় ধারাবাহিকভাবে শাস্তির রায় আসার পর রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে প্রশাসনিক মহল পর্যন্ত আলোচনার কেন্দ্রে এসেছে পূর্বাচলের বিতর্কিত এসব প্লট বরাদ্দ। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করেই এসব মামলার অনুসন্ধান ও বিচারিক প্রক্রিয়া চালানো হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে