বাজিতপুরে দুই দিনব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণ উদ্বোধন

এফএনএস (মহিউদ্দিন লিটন; হাওর অঞ্চল, কিশোরগঞ্জ) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪০ পিএম
বাজিতপুরে দুই দিনব্যাপী গ্রাম আদালত প্রশিক্ষণ উদ্বোধন

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী গ্রাম আদালত, বিষয়ক প্রশিক্ষণ আজ বুধবার সকল ১১টার দিকে উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইলাম সোহাগ। এ অনুষ্ঠানে উপজেলা হল রুমে কৈলাগ, হিলচিয়া ইউনিয়ন, উপজেলা কনফারেন্স কক্ষে পিরিজপুর, গাজিরচর, বিআরডিবি হল রুমে সরারচর, হালিমপুর ইউনিয়ন। এই ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত সদস্যসহ মোট ৭২ জন প্রশিক্ষণ গ্রহণ করা হয়। আজ বুধবার বিকালে গ্রাম আদালত সক্রীয়করণ তৃতীয় পর্যায় প্রকল্প ও স্থানীয় বিভাগের আওতায় গ্রাম আদালত ব্যবস্থাকে আরো কার্যকর, জনবান্ধব, করতে এই প্রশিক্ষণে উপজেলার সকল ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এই উদ্বোধনী অনুষ্ঠানের দিনে গ্রাম আদালতের কার্যপ্রণালী, বিরোধ-নিষ্পত্তি, আইনগত কাঠামো, ন্যায় বিচারসহ ভিন্ন বিষয়ে ধারনা প্রদান করা হয়। প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, বাজিতপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবু বকর ছিদ্দিক, উপজেলা সমন্বয়কারী মোঃ আমিনুল ইসলাম। সার্বিক সহযোগিতা করেন উপজেলা প্রশাসন এবং স্থানীয় জনগণের সেবায় প্রশাসনের এমন কার্যকর উদ্যোগ ভবিষ্যতে গ্রাম আদালতের কার্যক্রমকে আরো গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে