চিরিরবন্দরে বিজয় দিবস ও বুদ্ধিজীবি দিবস পালনের প্রস্তুতিমুলক সভা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪১ পিএম | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪১ পিএম
চিরিরবন্দরে বিজয় দিবস ও বুদ্ধিজীবি দিবস পালনের প্রস্তুতিমুলক সভা

দিনাজপুরের চিরিরবন্দরে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবি দিবস যথাযোগ্য মর্যাদায় উৎসবমূখর পরিবেশে পালনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল ৩ ডিসেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে সভায় সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার জোহরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলমসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। সভায় সকল সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ীগণ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।