কাউখালীতে শিক্ষার্থীদের টেনে-হিঁচড়ে পরীক্ষা হল থেকে বের করার অভিযোগ

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৩ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৯ পিএম
কাউখালীতে শিক্ষার্থীদের টেনে-হিঁচড়ে পরীক্ষা হল থেকে বের করার অভিযোগ

পিরোজপুরের কাউখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার শুরুর ১৫ মিনিট আগে জোর করে শিক্ষার্থীদের টেনে-হিঁচড়ে হল থেকে বের করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পরীক্ষার্থীরা জড়ো হলে সহকারি শিক্ষকরা স্কুল থেকে বের করে দেয়ায়, এসময় অভিবাবকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ খবর পেয়ে ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা বিদ্যালয়ে এসে অভিবাবকদের ডেকে শিক্ষার্থীদের প্রবেশ করিয়ে পরীক্ষা শুরু করেন।

অভিবাবকরা জানান, অসিম, মঞ্জুয়ারা,রাজলক্ষী কুন্ডু,ভারতীয় সাহা, লিটন কর,স্বপনসহ অন্যান্য সহকারী শিক্ষকরা পরীক্ষার হলে প্রবেশ করে শিক্ষার্থীদের টেনে-হিঁচড়ে বের করে দেন। এ সময় উপস্থিত অভিভাবকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এতে ছোট-ছোট শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

কাউখালী উপজেলা নিবার্হী অফিসার স্বজল মোল্লা জানান, পরীক্ষা কেন্দ্র থেকে শিক্ষার্থীদের বের করে দেয়ার খবর পেয়ে আমি স্কুলে ছুটে গিয়েছি, শিক্ষকরা কাজটি ঠিক করে নাই, তাদের পরীক্ষা নেয়ার নির্দেশ দিলে তারা আবার পরীক্ষা নেয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায় জানান, সহকারী শিক্ষকরা তিন দফা দাবীর কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালনের জন্য পরীক্ষার হল থেকে শিক্ষার্থীদের বের করে দিলে, পরবর্তীতে ইউএনও মহোদয় ও শিক্ষা অফিসারদের মধ্যস্থতায় উক্ত শিক্ষকরাই আবার পরীক্ষা নিয়েছে। শিক্ষার্থীর অভিভাবক মোঃ শহীদ চৌধুরী জানান, পরীক্ষার হল থেকে শিক্ষকরা জোর করে ছাত্র-ছাত্রীদের বের করে দিলে এতে শিক্ষার্থীরা ভয় পেয়েছে।

উপজেলা শিক্ষা অফিসার মনিবুর রহমান জানান,খবর পেয়ে আমি বিদ্যালয় গিয়ে আমি, ইউএনও, সহকারী কমিশনার ভূমি নির্দেশ দিলে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে ডেকে এনে তারাই আবার পরীক্ষা নেয়। বিষয়টি আমি উচ্চ পর্যায়ে জানিয়েছি।

আপনার জেলার সংবাদ পড়তে