দেশনেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই শতাধিক মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম’আ উপজেলার ৯টি ইউনিয়নের প্রত্যেকটি মসজিদে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা কর্মীদের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়েছে। উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপি’র সদস্য মো. আনোয়ার হোসেসের নেতৃত্বে ও উদ্যোগে সরাইল বিকাল বাজার শাহী জামে (হাটখোলা) মসজিদে প্রায় ৩ শতাধিক মুসল্লি দলীয় নেতা কর্মীর অংশ গ্রহণে দোয়ার মাহফিল হয়েছে। উপজেলা ইউনিয়ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ দলটির অঙ্গসহযোগি সংগঠনের নেতা কর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন মসজিদের খতিব মুফতি খালেদ সাইফুল্লাহ আল-হুদা ও পেশ ইমাম মাওলানা শেখ মো. আমান উল্লাহ। সকলেই আওয়ামী সরকারের নির্যাতনের যাতাকলে নিস্পেষিত বেগম খালেদা জিয়ার দ্রূত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করেন। সেই দেশ, দেশের মানুষের সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। ওদিকে সরাইল সদরের বড় দেওয়ানপাড়া জামে মসজিদে বিএনপি’র সভাপতি মো. আনিছুল ইসলাম ঠাকুরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।