খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাসিরনগরে দোয়া মাহফিল

এফএনএস (আক্তার হোসেন ভূইয়া; নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৭ পিএম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাসিরনগরে দোয়া মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিভিন্ন মসজিদে বিএনপির চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে উপজেলার বিভিন্ন মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে  মুসল্লীসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

নাসিরনগর ফিরোজিয়া হাফিজিয়া মাদ্রাসা মসজিদে দোয়া মাহফিলে অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা  বিএনপির সভাপতি এম এ হান্নান,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী,উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট আরাফাত উল্লাহ,সহ- দপ্তর সম্পাদক আব্বাস মিয়া,উপজেলা উলেমা দলের সভাপতি মাওলানা মাজহারুল করীম,  সাধারণ সম্পাদক মাওলানা মাহমুদুল্লাহ আশরাফী,নাসিরনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ জিল্লুর রহমান, বুড়িশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ আবদুল কাদের সেন্টু উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ নজরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনিসহ মুসল্লীগন ও স্থানীয় দলীয় নেতৃবৃন্দ ।দোয়া মাহফিলে  সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা,দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন   ফিরোজিয়া হাফিজিয়া মাদ্রাসা  মসজিদের খতিব মাওলানা শেখ সায়েদুল হক।

এর আগে ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা  বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন,বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। ‘বেগম খালেদা জিয়া দল-মত নির্বিশেষে বাংলাদেশের সব মানুষের বিশ্বাস ও আস্থার জায়গায় আছেন। তার সুস্থতা দেশের ও দেশের মানুষের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ যেন ওনাকে তাড়াতাড়ি সুস্থতার সহিত নেক হায়াত দান করেন সেই দোয়া ও প্রত্যাশা আমাদের।’

আপনার জেলার সংবাদ পড়তে