খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন জানিয়েছেন, প্রফেসর ডা. এ কিউ এম মহসিনের তত্ত্বাবধানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এন্ডোস্কোপি সম্পন্ন হয়েছে। এন্ডোস্কোপি রিপোর্ট অনুযায়ী তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।
শুক্রবার রাতে গণমাধ্যমে মামুন বলেন, “শুক্রবার বিকেল ৪ টায় প্রফেসর ডা. এ কিউ এম মহসিন বেগম জিয়ার এন্ডোস্কোপি করেছেন। এতে দেখা গেছে তার পাকস্থলীর রক্তক্ষরণ বন্ধ হয়েছে।”
এদিকে বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিতে শনিবার বিকেল ৫টায় জার্মানি থেকে কাতারের ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।