গোমস্তাপুরে বাইরুল চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালিত

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) :
| আপডেট: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৬ পিএম | প্রকাশ: ৭ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪৬ পিএম
গোমস্তাপুরে বাইরুল চেয়ারম্যানের মৃত্যু বার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান ও  বিএনপির নেতা বাইরুল ইসলামের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। উপলক্ষে এই উপলক্ষে রোববার বিকেল ৪টায় উপজেলা চত্বরস্থ দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। সভা চলাকালে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি'র মনোনয়নপ্রাপ্ত ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি আমিনুল ইসলাম গোমস্তাপুর উপজেলা দলীয় কার্যালয়ে এসে কর্মসূচিতে যোগদান করেন। এসম বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম সেন্টু ,  বিএনপি নেতা আনোয়ার হোসেন , রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তৌকি, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, বাংগাবাড়ি  ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,বিএনপির সাবেক নেতা সাজ্জাদ আলী, জামিরুল ইসলাম বিপ্লব প্রমুখ। আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয় এবং মরহুম বাইরুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।   

আপনার জেলার সংবাদ পড়তে