চাটমোহরের বাজারে ককটেল বিস্ফোরণ

এফএনএস (হেলালুর রহমান জুয়েল; চাটমোহর, পাবনা) : | প্রকাশ: ৬ জানুয়ারী, ২০২৫, ০৪:৫২ পিএম
চাটমোহরের বাজারে ককটেল বিস্ফোরণ

পাবনার চাটমোহর উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। ওই বাজারের বিএনপি নেতা মিজানুর রহমান মজনু ও তার ছেলের ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এ ঘটনা ঘটে। একটি ককটেল বিস্ফোরণ করা হলেও একটি ছিল অবিস্ফোরিত। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে,তা জানা যায়নি। চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম জানান,খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। ককটেল সাদৃশ্য একটি অবিস্ফোরিত বস্তু পাওয়া গেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।