ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাগদাদী কাফেলা বাংলাদেশ-এর আয়োজনে জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ১১তম বার্ষিক সালানা জলসা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর থেকে ভক্ত মুরিদানসহ কয়েক হাজার সুন্নী জনতার অংশগ্রহনে সারারাত ব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে সালানা জলসা আয়োজন করা হয়। জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি পীরজাদা মুহাম্মদ হাবিবুর রহমান আল-ক্বাদেরীর সভাপতিত্বে বাগদাদী কাফেলা বাংলাদেশ ও জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ আল-ক্বাদেরীর সার্বিক তত্ত্বাবধানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া কামিল মাদ্রাসার প্রধান ফকিহ হযরত আল্লামা মুফতি কাজী আব্দুল ওয়াজেদ আল-ক্বাদেরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জ্বিননুরাইন ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা হাফেজ ওয়াল্লী উল্লাহ আশেকী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি মুফতি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ হাসান আল-আজহারী ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা হযরত মাওলানা শহীদুল্লাহ্ বাহাদুর।এছাড়াও বয়ান করেন দেশবরণ্য আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ।
মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আলী আজম চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে সালানা জলসা উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান গিলমান,ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ আবু বক্কর সিদ্দিক, পীরজাদা সৈয়দ মনসুর আহমেদ, পীরজাদা সৈয়দ তোফায়েল আহমেদ, গোর্কণ স্কুল এন্ড কলেজের হেড মাওলানা মো: জসিম উদ্দিনসহ তরিকত পন্থী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।জলসা শেষে বাদ ফজর আখেরী মোনাজাতে বিশ্বের মুসলিমদের জন্য শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেন পীরজাদা মাওলানা মুস্তাক আহমেদ আল-কাদরীর।