রাজধানীর লালবাগে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন হত্যা মামলায় এক আসামি গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১০ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৮ পিএম
রাজধানীর লালবাগে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন হত্যা মামলায় এক আসামি গ্রেফতার

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর লালবাগ থানাধীন শহীদনগর ২ নম্বর গলিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন (২৫) হত্যার ঘটনা ঘটে। উক্ত ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদেরকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল, লালবাগ থানা পুলিশের সহযোগিতায় ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন খোলামোড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে রাজধানীর লালবাগ থানাধীন শহিদনগর এলাকায় কারখানা কর্মচারী মোহাম্মদ হোসেন (২৫) এর চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূল আসামি আবির’কে ঘটনার ০৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ঘটনার সূত্রপাত হয় তার আগের রাতে অর্থাৎ সোমবার (০৮ ডিসেম্বর) রাতে। শহিদ নগরস্থ ২ নম্বর গলি দিয়ে ভিকটিম মোহাম্মদ হোসেন তার বন্ধু নীরব যাওয়ার সময় স্থানীয় আবির নীরবের হাতে থাকা লোহার পাইপ চায়। তখন পাইপ দিতে না চাইলে আবির নীরবকে কয়েকটি চর থাপ্পর মারে এবং ভিকটিম মোহাম্মদ হোসেন তার প্রতিবাদ করে আবিরকে চড় মারে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও পরদিন দুপুরে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে আসামি আবির  ভিকটিম মোহাম্মাদ হোসেনকে ছুরিকাঘাত করে হত্যা করে। গ্রেফতারকৃত আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে