দেশের শীতলতম স্থান হিসেবে পরিচিত চায়ের রাজধানী শ্রীমঙ্গলে চলতি মৌসুমের তীব্র শীত নেমে এসেছে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীতের দাপট যেন চারপাশকে জমিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, সকাল ৬টা ও ৯টায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
শহর ও গ্রামাঞ্চলজুড়ে শীতের চাদর এখন টের পাওয়া যাচ্ছে স্পষ্টভাবে। বিশেষ করে চা-বাগানগুলোতে শীতের তীব্রতা যেন আরও বেশি অনুভূত হচ্ছে। সন্ধ্যা নামলেই কুয়াশা ঘিরে ফেলে চারপাশ। ভোরবেলা কাজের সন্ধানে বের হওয়া খেটে খাওয়া মানুষের দুর্ভোগও বাড়ছে।
শীতের আগমনে বদলে যাচ্ছে প্রকৃতির রূপ-রঙ। সকাল-সন্ধ্যায় চা-বাগান জুড়ে নেমে আসছে কুয়াশা, গাছের পাতায় ও ঘাসে জমে থাকা শিশিরবিন্দু ঝিলমিল করছে ভোরের আলোয়। চা-রাজ্যের নৈসর্গিক সৌন্দর্যে যোগ হয়েছে নতুন মাত্রা। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কিছুটা কমে স্থানীয়দের মনে ফেরে স্বস্তি।
বড়গাঙিনা সম্পদ ব্যবস্থাপনা সংগঠনের সভাপতি মো. মিন্নত আলী জানান, শীতের শুরু থেকেই বাইক্কা বিলসহ আশপাশের জলাশয়ে অতিথি পাখির আনাগোনা শুরু হয়েছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে এসব পাখির সংখ্যা দ্রুতই বাড়ছে। আর কয়েকদিনেই ঝাঁকে ঝাঁকে অতিথি পাখি এসে পুরো বিলজুড়ে মুখরতা ছড়িয়ে দেবে, বলেন তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, হাওর, খাল, বিল ও শ্রীমঙ্গলের চা-বাগানের বিভিন্ন লেকেও এখন দেখা মিলছে নানা রঙের অতিথি পাখির। এদের কিচিরমিচির আর উড়াউড়িতে প্রকৃতি হয়ে উঠছে আরও প্রাণবন্ত।