ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহমেদ

আমার বাবা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন

এফএনএস (মোঃ আলাউদ্দিন রনি; মাধবপুর, হবিগঞ্জ) : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৩ পিএম
আমার বাবা সারা জীবন মানুষের কল্যাণে কাজ করেছেন

হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এস.এম.ফয়সলের বড় ছেলে সায়হাম কটন মিলের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমদ বলেছেন-আমার বাবা আলহাজ সৈয়দ মোঃ ফয়সল শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এই এলাকার মানুষের সুখ-দুঃখের সবচেয়ে নিকটজন। নিজের পরিবারের জন্য সময় কম দিলেও এলাকার মানুষের কল্যাণে তিনি সারাজীবন নিরলসভাবে কাজ করে গেছেন।এলাকার প্রতিটি ঘরে, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি মানুষের জীবনে উন্নয়ন আনতে তিনি কতটা পরিশ্রম করেছেন, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। শুধু নির্বাচন আসলে নয়, বরং বছরের ৩৬৫ দিন তিনি গরিব, অসহায়, বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষার পরিবেশ, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে কর্মসংস্থান-সব ক্ষেত্রেই উন্নয়নের জন্য তিনি আন্তরিকভাবে কাজ করে গেছেন।তাই সন্তান হিসেবে আজ আমি আপনাদের কাছে এসেছি বাবার জন্য সমর্থন চাইতে। আপনারা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করুন। বাবার পাশাপাশি আমাদের পরিবারও আপনাদের পাশে থেকে এলাকার সমস্যা সমাধানে কাজ করে যাব ইনশাল্লাহ।

বুধবার রাতে উপজেলার জগদীশপুর এলাকায় হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট)আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এস.এম.ফয়সলের সমর্থনে আয়োজিত বিশাল নিবার্চনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন।

আব্দুল কুদ্দুছ বেনু মেম্বাররের সভাপতিত্বে জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মঈন উদ্দিন, বিএনপি নেতা একলাছউদ্দিন ভূইয়া, বাবুল রায়, জামাল সর্দার, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বকুল, এম.এম.গউস ,আশফাক উদ্দিন আহমেদ, মনির মেম্বারসহ স্থানীয় নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার দিনভর মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন চা বাগানে গণসংযোগ, মত বিনিময় করেন।

আপনার জেলার সংবাদ পড়তে