ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

এফএনএস (সৈয়দ সরোয়ার সাদী রাজু; ভূঞাপুর, টাঙ্গাইল) : | প্রকাশ: ১১ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৪ পিএম
ভূঞাপুরে যমুনা নদীতে নৌকা থেকে পড়ে যুবক নিখোঁজ

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে চলন্ত নৌকা থেকে পড়ে মোস্তাফিজুর রহমান মোস্তাক (২০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যুবক উপজেলার কালিপুর গ্রামের মো. হাতেম আলীর ছেলে।

জানাযায়, তিনি নিকলা এলাকায় আত্নীয়ের বাড়ি থেকে  নিজ বাড়ি কালিপুরে ফিরছিলেন। নৌকাযোগে যমুনা নদী পাড় হওয়া সময় মাঝপথে হঠাৎ তিনি নদীতে পড়ে যান বলে জানান সঙ্গে থাকা নৌকার যাত্রীরা।

ঘটনার পরপরই ভূঞাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ডুবুরি ইউনিট নিয়ে উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, তবে যুবকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, যমুনার পানি প্রবাহ তুলনামূলক বেশি থাকায় উদ্ধার কাজে বিঘ্নিত হচ্ছে। এদিকে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে, তারা দ্রুত মোস্তাকের সন্ধান দাবি করেছেন।

আপনার জেলার সংবাদ পড়তে