পাবনার চাটমোহরে প্রথমবারের মতো আয়োজিত উপজেলা কাপ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে হান্ডিয়াল ইউনিয়ন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার হরিপুর ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে বিলচলন ইউনিয়নকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে হান্ডিয়াল ইউনিয়ন। প্রথমে ব্যাড করতে নেমে বিলচলন ইউনিয়ন নির্ধারিত ১৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান করে। জবাবে হান্ডিয়াল ইউনিয়ন ১২ দশমিক ৫ ওভারে ৭ উইকেটে ১২১ রান করে।
ফাইনালে ম্যাচ সেরা নির্বাচিত হন হান্ডিয়াল ইউনিয়নের অধিনায়ক মো. সোহাগ ও টুর্নামেন্ট সেরা হন বিলচলন ইউনিয়নের সজিব। ইমার্জিং প্লেয়ার হিসেবে পুরস্কার পান মূলগ্রাম ইউনিয়নের সানোয়ার হোসেন ও ফেয়ার প্লে পুরস্কার অর্জন করে হরিপুর ইউনিয়ন এবং সেরা ক্যাচের পুরস্কার পান বিলচলন ইউনিয়নের নাহিদ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণ করেন চাটমোহর ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রাসেল শেখ,সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ,সাংগঠনিক সম্পাদক জীবনসহ অন্যান্য অতিথিবৃন্দ।