নাজিরপুরে বিজয় দিবস সামনে রেখে জাতীয় পতাকা বিক্রি

এফএনএস (মুহাম্মাদ আল-আমীন হোসাইন; নাজিরপুর, পিরোজপুর) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:২১ পিএম
নাজিরপুরে বিজয় দিবস সামনে রেখে জাতীয় পতাকা বিক্রি

মহান বিজয় দিবসকে সামনে রেখে পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পতাকা বিক্রির ধুম পড়েছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার অলি-গলিতে ঘুরে পতাকা বিক্রি করছেন মৌসুমি পতাকা বিক্রেতা। বিভিন্ন জেলা থেকে আসা পতাকা বিক্রেতারা উপজেলা শহরে ঘুরে ঘুরে পতাকা বিক্রি করছেন।

উপজেলা ঘুরে দেখা গেছে, বাড়ির ছাদ, বারান্দা, বেলকনি, গাড়ি, রিকশা, এমনকি সাইকেলের সামনে দুলছে লাল-সবুজের পতাকা। ফেরি করে এসব পতাকা বিক্রি করছেন বিক্রেতারা।

কথা হয় মাদারীপুর থেকে আসা মৌসুমি পতাকা বিক্রেতা মো. রিয়ান (৩৫) সঙ্গে। তিনি বলেন, ‘বছরের অন্য সময় যখন যে কাজ পাই তখন সেই কাজ করি। এইটা বিজয়ের মাস। এ মাসে সবাই পতাকা কেনে, ব্যবসাও ভালো হয়। তাই এ মাসে পতাকা বিক্রি করি।’

আরেক পতাকা বিক্রেতা জাকির হোসেন, তিনি শরীয়তপুর থেকে এসেছেন। গতবছর পতাকা বিক্রি করেছেন রংপুরে। তিনি জানান, পেশায় তিনি ইলিশ মাছ বিক্রেতা। কিন্তু প্রতিবছর বিজয়ের মাস ডিসেম্বরে নতুন নতুন জেলায় জাতীয় পতাকা বিক্রি করতে বেরিয়ে পড়েন। এতে তার আয়ও হয় আর নতুন নতুন এলাকা দেখা হয়। সে এরইমধ্যে ৩০টি জেলা ঘুরেছেন।

তিন জনের একটি দল নিয়ে পতাকা বিক্রি করতে এসেছেন শরীয়তপুর থেকে ইসমাইল (৫৫)। তিনি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তার মতো কমপক্ষে ২০টি দল এসেছে। যাদের প্রত্যেকের দলে কমপক্ষে তিনজন, পাঁচজন করে সদস্য রয়েছেন। গতবছর তারা থাকা-খাওয়া সব খরচ বাদ দিয়ে সাতদিনে পতাকা বিক্রি করে একেকজন ২৫ হাজার টাকা করে ভাগে পেয়েছিলেন। 

অষ্টম শ্রেণি পড়ুয়া আরমান। সে বিজয়ের দিনে কপালে বাঁধার জন্য ৪০ টাকা দিয়ে দুটি পতাকা কেনে। একটি নিজে মাথায় বেঁধে অন্যটি বন্ধুকে দেয় কপালে বাঁধতে।

কয়েকজন বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, আকারভেদে ১০, ২০, ৮০, ১২০ এমনকি ৩০০ টাকায় বিক্রি হচ্ছে একেকটি পতাকা। কাগজের ছোট পতাকাসহ বিভিন্ন সাইজের পতাকাও বিক্রি হচ্ছে বিভিন্ন দামে।

আপনার জেলার সংবাদ পড়তে