সিলেট প্রেসক্লাব মেম্বারস ফ্যামিলি ডে অনুষ্ঠান ঘিরে মিলনমেলা

এফএনএস (এইচ এম শহীদুল ইসলাম; সিলেট) : | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩৯ পিএম
সিলেট প্রেসক্লাব মেম্বারস ফ্যামিলি ডে অনুষ্ঠান ঘিরে মিলনমেলা

সিলেটে উদযাপিত হয়েছে শতবছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাব সদস্যদের নিয়ে ‘মেম্বার ফ্যামিলি ডে ২০২৫’। কয়েক বছর পর এই আয়োজন ক্লাবের নবীন ও প্রবীণ সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের মিলনমেলায় রূপ নেয়। শনিবার সিলেটের দক্ষিণ সুরমাস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত এই মিলনমেলায় অতিথি হিসেবে যোগ দেন রাজনৈতিক নেতা ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জামায়াত মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি মোহাম্মদ আবদুল মালিক (এমএ মালিক), সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত এসপি সম্রাট হোসেনসহ বিভিন্ন স্তরের লোকজন এই অনুষ্ঠানে যোগ দেন।

এর আগে, সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিলেটের সাংবাদিকতার ইতিহাস অনেক সমৃদ্ধ। কিছু কিছু ব্যতিক্রম ছাড়া এই অঞ্চলে বস্তুনিষ্ট সাংবাদিকতার চর্চা লক্ষ্য করা যায়। তিনি বলেন, সিলেট প্রেসক্লাব সদস্যরা পেশাগত ব্যবস্ততার মাঝে নিজের পরিবারের সদস্যদের নিয়ে ফ্যামিলি ডে’র আজকের যে আয়োজন করেছে তাতে থাকতে পেরে ভালো লাগছে। তিনি সবার সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। তিনি সব সময় সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেন।

সিলেট-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেন, শতবছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে আমার পুরনো সম্পর্ক। এখানে বহু গুণী সাংবাদিকের জন্ম হয়েছে। যুগ যুগ ধরে এই ক্লাব তার ঐতিহ্য ধারণ করে সাংবাদিকতার নীতি-নৈতিকতা বজায় রেখে কাজ করছেন। তিনি সবার সমৃদ্ধি কামনা করেন।

সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় ফ্যামিলি ডে অনুষ্ঠানে ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মুকতাবিস উন নূর,  মুহাম্মদ ফয়জুর রহমান, আব্দুল মালিক জাকা, জিয়াউস শামস শাহীন,  এনামুল হক জুবের, বদরুদ্দোজা বদর, আব্দুস সবুর মাখন, মুহাম্মদ আমজাদ হোসাইন, আব্দুল কাদের তাপাদার, মো: আফতাব উদ্দিন, হুমায়ুন রশীদ চৌধুরী, মো: মুহিবুর রহমান, চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মো: ফয়ছল আলম, মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, কবির আহমদ সোহেল, আহমাদ সেলিম, আনাস হাবিব কলিন্স, কামাল উদ্দিন আহমেদ, আনিস রহমান, কবির আহমদ, এম আহমদ আলী, ফারুক আহমদ, সোয়েব বাসিত, এম এ মতিন, আশকার আমিন ইবনে  লস্কর রাব্বি, জাবেদ আহমদ, মঞ্জুর আহমদ, কামকামুর রাজ্জাক রুনু, আহবাব মোস্তফা খান, ফয়সাল আমীন, আহমদ মারুফ, ইউনুছ চৌধুরী, শাহ মো: কয়েছ আহমদ, আবু সাঈদ মো: নোমান, মো: বদরুর রহমান বাবর, দিগেন সিংহ, এম এ হান্নান, সিন্টু রঞ্জন চন্দ, শেখ আশরাফুল আলম নাসির, গোলজার আহমদ, শুয়াইবুল ইসলাম, নৌসাদ আহমদ চৌধুরী, খালেদ আহমদ, এনামুল হক রেনু, মানাউবি সিংহ শুভ, শেখ আব্দুল মজিদ, মোহাম্মদ নাহিদ রহমান, শ্যামানন্দ দাশ, মো: আব্দুর রাজ্জাক, মো: দুলাল হোসেন, মো: মারুফ হাসান, দিপক বৈদ্য দিপু, শুভ্র দাস, ফয়ছল আহমদ, লুৎফুর রহমান তোফায়েল, রেজাউল হক, একে কাওছার, আব্দুল আউয়াল চৌধুরী শিপার, শফিক আহমদ শফি, খাদিজা বুশরা নুর, সাকিব আহমদ মিঠু, শাকিলা আক্তার (ববি), মামুন।

আপনার জেলার সংবাদ পড়তে