বাংলাদেশ সেনাবাহিনীর ৬ বীর সেনার মৃত্যুতে সিপিবির গভীর শোক

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৬ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীর ৬ বীর সেনার মৃত্যুতে সিপিবির গভীর শোক

দানের খনিজ প্রধান আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ইউনাইটেড আরব আমিরাতের ভাড়াটে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন বীর সেনার মর্মান্তিক মৃত্যু এবং ৩ জন নারী সেনাসদস্যসহ মোট ৮ জনের গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন রোববার (১৪ ডিসেম্বর) এক বিবৃতিতে শহীদ সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। নেতৃবৃন্দ শহীদ পরিবার, স্বজন ও সেনাবাহিনীর শোকাহত সদস্যদের প্রতি সমবেদনা জানান। নেতৃবৃন্দ গুরুত্বর আহত সেনা সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তাদের সুচিকিৎসার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সরকার অগ্রাধিকার ভিত্তিক পদক্ষেপ নেবে বলে বিবৃতিতে প্রত্যাশা ব্যক্ত করা হয়। সিপিবির বিবৃতিতে বলা হয়, জাতিসংঘের অধীনে বিভিন্ন শান্তি মিশনে বাংলাদেশ নিষ্ঠা, পেশাদারি ও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছে। দেশের প্রতিরক্ষা বাহিনীসহ অন্যান্য বাহিনীর সদস্যরা নিজেদের জীবন বাজি রেখে শান্তি মিশনে অংশগ্রহণ করে। গতকালের হামলার ঘটনায় জড়িত ভাড়াটে সন্ত্রাসী সংগঠন আরএসএফ এবং তার প্রধান পৃষ্ঠপোষক ইউনাইটেড আরব আমিরাতের বিরুদ্ধে জাতিসংঘ কি পদক্ষেপ গ্রহণ করে সেটা বাংলাদেশের মানুষ গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

আপনার জেলার সংবাদ পড়তে