ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রসুতি ‘মা’ ও তার অনাগত সন্তানের মৃত্যুর ঘটনা ঘটেছে। হিন্দুশাস্ত্রীয় মতে মায়ের পেট থেকে সিজার করার পর মা-ও সন্তানকে পৃথক ভাবে “শেষ কৃত্যসম্পন্ন করা হয়”। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছে বাগেরহাটের চিতলমারী সদর বাজারে।
পারিবারিক সূত্রে জানা গেছে চিতলমারী সদর বাজারের বুলু গুহের স্ত্রী টুম্পা গুহ অন্তঃস্বত্ত্বা ছিলেন। ডাক্তার তার গর্ভের সন্তান প্রসবের দিনধার্য করে ছিলেন আগামী ২৭ ডিসেম্বর। ডেঙ্গু আক্রান্ত প্রসুতি টুম্পাকে এমন অবস্থায় দ্রুত খুলনার একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তিকরা করা হয়। সেখানে শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৬ টায় টুম্পা ও তার গর্ভের সন্তান মুত্যুবরন করে। ঐদিন বিকেলে স্থানীয় দূর্গাপুর এলাকায় হিন্দুধর্মীয় শাস্ত্রমতে সিজার করে সন্তান বের করা হয় এবং মা’ ও শিশুটিকে পাশা-পাশি রেখে শেষ কৃত্যসম্পন্ন করেন এলাকাবাসী। টুম্পা গুহের শ্রেষ্ঠা (১৩) ও শ্রেয়া(৭), নামের দুই মেয়ে রয়েছে।
বাজারের ব্যবসায়ী মুরাদ মুন্সী ও ডাঃ ফারুক হোসেন বলেন, বর্তমান ডেঙ্গুর প্রভাব বেড়েছে। এমন মৃত্যু ভাবাটাই কঠিন। স্বাস্থ বিভাগকে সেবার মান বাড়াতে হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায় জানান ডেঙ্গু আতঙ্কিত তেমন রোগ নয়। সতর্ক থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নিলে ঝুঁকি থাকবেনা।