মহান বিজয় দিবসের কর্মসূচিকে ঘিরে রাজধানীতে সাময়িকভাবে ব্যাহত হবে মেট্রোরেল চলাচল। তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় বিশেষ প্যারাজাম্প আয়োজনের কারণে নিরাপত্তাজনিত বিবেচনায় নির্ধারিত সময়ে মেট্রোরেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির কারণে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সব স্টেশনেই ট্রেন চলাচল ও যাত্রী পরিবহন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।
ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প চলাকালে আকাশপথে অবতরণকারী প্যারাট্রুপারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্ভাব্য যেকোনো ঝুঁকি এড়াতে মেট্রোরেল চলাচল বন্ধ রাখা জরুরি বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এবারের বিজয় দিবসে স্বাধীনতার ৫৪ বছর পূর্তি উপলক্ষে বিশেষ একটি উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, বাংলাদেশের পতাকা হাতে ৫৪ জন প্যারাট্রুপার প্যারাট্রুপিংয়ের মাধ্যমে বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছেন। এই কর্মসূচিতে অংশ নেবেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীও। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ছবি আঁকা একটি বিশেষ হেলমেট পরে প্যারাজাম্প করবেন বলে জানানো হয়েছে।
ডিএমটিসিএল স্বীকার করেছে, সাময়িক এই বন্ধের ফলে যাত্রীসাধারণের কিছুটা ভোগান্তি হতে পারে। এ জন্য যাত্রীদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। নির্ধারিত সময় শেষে পরিস্থিতি স্বাভাবিক হলে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।