সেনবাগ ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সানাউল্লাহ বহিষ্কারাদেশ প্রত্যাহার

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৩ পিএম
সেনবাগ ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সানাউল্লাহ বহিষ্কারাদেশ প্রত্যাহার

নোয়াখালীর সেনবাগ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সানা উল্লাহ বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এখবরে তার সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসে। 

রবিবার (১৪ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিস্কারাদেশ প্রত্যাহার অনুমোদন ক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সহ-সভাপতি পদমর্যাদায় মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়। নোয়াখালী জেলা ছাত্রদলের অধীনস্থ সেনবাগ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সানা উল্লাহ সাংগঠনিক পদের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। এর ফলে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোন বিধিনিষেধ রইল না।   এদিকে, বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়ে সেনবাগ উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সানা উল্লাহ সাংবাদিকদের বলেন, তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য ঃ  ২০২৫ ইং সালের ২৬জুন সেনবাগ উপজেলা ছাত্রদল আহবায়ক মোহাম্মদ সানাউল্লা এইচএসসি পরীক্ষা শুরুর আগে একটি পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে প্রচারনা চালায়। ওই প্রচারনার ছবি তিনি মোহাম্মদ সানাউল্লাহ নিজে সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেজবুকে শেয়ার করলে বিষয়টি কেন্দ্রীয় ছাত্রদলের নজরে আসে। এ ঘটনায় বিধি লংঘন করে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অপরাদে সেনবাগ উপজেলা শাখার ছাত্রদল আহবায়ক মোহাম্মদ সানা উল্লাহকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। এরপর তার আবেদনের ভিত্তিতে রবিবার ১৪ ডিসেম্বর তার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।