সরাইলে কৃষি জমিতে মাটি কাটার দায়ে ৬ লাখ টাকা জরিমানা

এফএনএস (মাহবুব খান বাবুল; সরাইল, ব্রাহ্মণবাড়িয়া) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৭ পিএম
সরাইলে কৃষি জমিতে মাটি কাটার দায়ে ৬ লাখ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষি জমিতে অবৈধ পন্থায় মাটি কাটার দায়ে আশা ব্রিকসের বাদল হোসেন নামের ব্যক্তিকে ৬ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ফসলি মাঠে এ ঘটনা ঘটেছে। এমন ব্যবস্থা নেয়ায় সরাইল উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ‘তরী’ বাংলাদেশ।

উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় সূত্র জানায়, সম্পূর্ণ অবৈধ উপায়ে কৃষি জমির মাটি কেটে শ্রেণি পরিবর্তন করার অভিযোগ পান এসিল্যান্ড। তাই রোববার দুপুরে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ফসলি মাঠে অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড। নিজ ইচ্ছায় মনগড়ামত কৃষি জমির কেটে শ্রেণি পরিবর্তনের কাজ করার সময় বেকু ও ট্রাক্টরসহ আটক করেন শ্রমিকদের। সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৩ এর আওতায় আশা ব্রিকসের মো. বাদল হোসেনকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শারমিন বেগম।