শহীদ মিনারে এনসিপির প্রতিরোধ সমাবেশ

ভারতীয় হাইকমিশন নিয়ে কড়া বার্তা সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৫ পিএম
ভারতীয় হাইকমিশন নিয়ে কড়া বার্তা সারজিস আলমের

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এ দেশের মানুষের আবেগ ও অনুভূতি বুঝতে ব্যর্থ হলে বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের থাকার কোনো অধিকার নেই। তার বক্তব্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা ঘিরে তীব্র প্রতিবাদ ও ক্ষোভের প্রকাশ দেখা গেছে।

ইনকিলাব মঞ্চের আয়োজনে সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই সমাবেশে সারজিস আলম বলেন, “ভারতীয় হাইকমিশন যদি এ দেশের মানুষের চাওয়া-পাওয়াকে ভারতের কাছে তুলে ধরতে না পারে, তাহলে এই মানুষগুলোর এ দেশে থাকার কোনো অধিকার নেই।” তিনি আরও বলেন, খুনি হাসিনা ও শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা হলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

সমাবেশে বক্তব্য দিতে গিয়ে সারজিস আলম শরিফ ওসমান হাদির ওপর হামলার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, “আবু সাঈদের বুকে গুলি চালিয়ে যেমন দমানো যায়নি, তেমনি হাদির ওপর হামলা করেও আমাদের স্পিরিট দমানো যাবে না। এ দেশের লাখো হাদি বেঁচে থাকতে তা হতে দেওয়া হবে না।” তার ভাষায়, জুলাইয়ে রক্ত দিয়ে স্বাধীনতা পুনরুদ্ধারের যে চেষ্টা হয়েছিল, শকুনেরা আবারও সেই স্বাধীনতা ও সার্বভৌমত্বকে খামচে ধরার চেষ্টা করছে।

সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারাও স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেন। তারা প্রশ্ন তোলেন, বারবার হাদির জীবননাশের শঙ্কা তৈরি হলেও কার্যকর কোনো ব্যবস্থা কেন নেওয়া হয়নি। বক্তারা বলেন, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে নির্বাচন পর্যন্ত যাওয়া সম্ভব নয় এবং আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তার পদত্যাগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হাদির ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দেশে সক্রিয় আওয়ামী লীগের দালালদের বিতাড়নের দাবিও তোলা হয়।

সমাবেশ শুরুর আগে মঞ্চে গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এর মাধ্যমে হামলার প্রতিবাদ জানানো এবং গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে। বক্তারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সহিংসতা কখনোই গণতন্ত্রের পথ হতে পারে না।

উল্লেখ্য, ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ঘোষণা দেওয়া শরিফ ওসমান হাদি নিয়মিত গণসংযোগ চালিয়ে আসছিলেন। শুক্রবার (১২ ডিসেম্বর) পুরানা পল্টনে চলন্ত রিকশায় থাকার সময় মোটরসাইকেলে আসা আততায়ীর গুলিতে তিনি গুরুতর আহত হন। চিকিৎসকদের মতে, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে