হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়: বিজিবি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৯ পিএম
হাদির ওপর হামলাকারীরা ভারতে পালিয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়: বিজিবি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর ১২ ডিসেম্বর ঢাকায় ঘটে যাওয়া গুলিবর্ষণের ঘটনায় হামলাকারীরা সীমান্ত পার হয়ে ভারতে পালিয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিজিবি এক মানবপাচারকারীসহ তিন জনকে আটক করেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ময়মনসিংহ বিজিবি ৩৯ সেক্টরের সদর দফতরে সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এসব তথ্য জানান। তিনি বলেন, “ওইদিন রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়। পরদিন যৌথ অভিযানে সন্দেহভাজন হিসেবে ফিলিপ স্নাল নামের এক ব্যক্তিকে আটক করার পরিকল্পনা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি ও মানবপাচারকারী লুইস লেংমিঞ্জাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

কমান্ডারের ভাষ্য অনুযায়ী, “ফিলিপের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকায়। হামলাকারীরা সীমান্ত পার হয়ে থাকলে, ফিলিপ ভালো বলতে পারবে। তার সঙ্গে কীভাবে যোগাযোগ করা হয়েছে, কত টাকা লেনদেন হয়েছে, ওপারে কার সঙ্গে যোগাযোগ হয়েছে, আদৌ পাচার হয়েছে কি না—সব বিষয় ফিলিপকে আটক করলে নিশ্চিত করা যাবে। সোমবার ভোরে ফিলিপের আত্মীয় বেঞ্জামিন রিচানকেও সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

বিজিবি সেক্টর কমান্ডার আরও বলেন, হালুয়াঘাট এলাকায় পুলিশের একটি দলও অভিযান চালিয়েছে, যেখানে বিজিবি সোর্স এবং অন্যান্য তথ্য দিয়ে সহায়তা করেছে। ইতিমধ্যেই আটক তিন জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং ফিলিপ স্নালকে আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে