নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৭:১০ পিএম
নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে শহীদ মিনারে ইনকিলাব মঞ্চ কর্তৃক আয়োজিত ওসমান হাদিকে হত্যাচেষ্টার সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “আজ আমরা এখানে কোনো রাজনৈতিক দলের ব্যানারে আসিনি। আমরা এসেছি জুলাই গণঅভ্যুত্থানের কর্মী হিসেবে। ওসমান হাদির ওপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি জুলাই বিপ্লব এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের ওপর আক্রমণ।” তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে। নৈতিকভাবে তিনি আর এই দায়িত্বে থাকতে পারছেন না।”

তিনি বলেন, ৫ আগস্টের পরও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং জুলাই বিপ্লবের অংশগ্রহণকারীরা টার্গেট করা হয়েছে। শহীদ পরিবারের সদস্যরা হয়রানির শিকার হয়েছেন এবং অনেক মামলার সুষ্ঠু বিচার হয়নি। নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন, দেশের গোয়েন্দা সংস্থা ও ‘ডিপ স্টেট’-এর ভূমিকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।

নাহিদ জানান, আগামীকাল ১৬ ডিসেম্বর বিজয় দিবসের রাস্তায় তারা উৎসব নয়, বরং প্রতিরোধের কর্মসূচি পালন করবেন। “বাংলাদেশে গণতন্ত্রের যাত্রা অব্যাহত থাকবে, তবে যারা জুলাই বিপ্লবকে টার্গেট করে মিডিয়া, বিশ্ববিদ্যালয় ও আইনাঙ্গনে মুজিববাদী রাজনীতি পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ চলবে। ভারত যদি মনে করে ৫ আগস্টের পরও তারা আগের মতো দেশের রাজনীতির ওপর হস্তক্ষেপ করতে পারবে, তারা ভুল ভাবছে।”

ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে নাহিদ ইসলাম নির্বাচন কমিশনের দায়িত্ব ও নৈতিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “প্রধান নির্বাচন কমিশনার যদি এসব মন্তব্য করেন, তার অধীনে আর কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না, সেই প্রশ্ন আমরা রেখেছি। অবিলম্বে তার মন্তব্য প্রত্যাহার করা উচিত।”

আপনার জেলার সংবাদ পড়তে