ঈদগাঁওতে বিজয় মেলায় নানা অব্যবস্থাপনা

এফএনএস (রেজাউল করিম; ঈদগাঁও, কক্সবাজার) : | প্রকাশ: ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৮:২২ পিএম
ঈদগাঁওতে বিজয় মেলায় নানা অব্যবস্থাপনা

কক্সবাজারের ঈদগাঁওতে তিন দিনব্যাপী বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে । ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আয়োজন করেছে উপজেলা প্রশাসন, ঈদগাঁও। আজ সোমবার ১৫ ডিসেম্বর বিকেলে কবুতর উড়িয়ে এর উদ্বোধন করেন মেলা উদযাপন পরিষদের আহবায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। 

 তিনি বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় সারাদেশের ন্যায় বিজয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে ঈদগাঁওতেও এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রতিদিন সকাল ৯ টা থেকে মালামাল গুছানোর সময়সহ সর্বোচ্চ রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। আটটার পর অটোমেটিক বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। গেটও বন্ধ করে ফেলা হবে।

এ সময় ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর তাজ (জনি), ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের এম ইউ পি নুরনাহার বেগম, মেম্বার কোহিনুর আক্তার, জালালাবাদ ইউনিয়ন পরিষদের মেম্বার নুরুল হুদা, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা স্বরূপা পাল সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলা নির্বাহী কর্মকর্তার আহবানে মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বৃহত্তর ঈদগাঁও ওলামা-মাশায়েখ পরিষদের একটি প্রতিনিধি দল। তাদের মধ্যে  ছিলেন

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মেলা বাস্তবায়ন উপলক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা রয়েছেন।

মেলা ঘুরে দেখা গেছে, স্থাপনকৃত স্টলসমূহের অধিকাংশই মহিলাদের কাপড়-চোপড়, গহনা, কসমেটিকস, মাটির তৈজসপত্র, চটপটি, ফুচকা ও অন্যান্য খাবারের দোকানপাট খোলা হয়েছে। অধিকাংশ স্টল খোলা থাকলেও অনেক স্টল এখনো নির্মাণাধীন রয়েছে।

সরেজবিন আরো দেখা গেছে, উদ্বোধন কালে হাতেগোনা কয়েকজন দর্শনার্থী উপস্থিত ছিলেন। যাদের অধিকাংশই ছিলেন মহিলা। তবে নাগরদোলায় কিছুটা ভীড় দেখা গেছে।

আপনার জেলার সংবাদ পড়তে