মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের শার্শা উপজেলার কাশিপুরে একাত্তরের রণাঙ্গনের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিতে গার্ড অব অনার প্রদান করেছে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় কাশিপুরে অবস্থিত নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে বিজিবির পক্ষে গার্ড অব অনার প্রদান ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমেদ।
এর আগে সকাল ৮টায় নূর মোহাম্মদ শেখের সমাধিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এ ছাড়া সমাধিস্থলে শ্রদ্ধা জ্ঞাপন করেন- মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতা, সাংবাদিক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের পরিবারের সদস্যবৃন্দ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা।
এ সময় উপস্থিত ছিলেন- শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা কৃষি অফিসার দীপক কুমার সাহা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা তপু কুমার সাহা, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেনসহ অন্যান্যরা। অনুষ্ঠান শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে অংশ নেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ। এ সময় শত্রুর হাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি। পরে শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়।