ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মাহান বিজয় দিবস-২০২৫খ্রি. পালন উপলক্ষে মঙ্গলবার সকাল ৮টায় শহীদদের স্মৃতি ফলকে শ্রদ্ধঅঞ্জলি অর্পন করা হয়েছে। উপজেলা স্বাধীনতা ভাষ্কর্যে একের পর এক পুস্প স্তবক অর্পন করে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনের নেতৃত্বে শহীদদের প্রতি শ্রদ্ধা অর্পন অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ শ্রদ্ধা অর্পন অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন, চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত থেকে একের পর এক শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান।
জানা যায়, এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন অনুষ্ঠানে প্রথমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ পুস্প স্তবক অর্পন করেন। পরে একের পর এক শ্রদ্ধা নিবেদন করেন উপজেলার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, চরভদ্রাসন থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরভদ্রাসন সরকারি কলেজ, উপজেলা আনসার ও ভিডিপি, উপজেলা বিএনপি, উপজেলা জামায়াত ইসলামী, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, উপজেলা শ্রমিক দল, উপজেলা ফয়ার সার্ভিস ষ্টেশন, ০৩ নং চরভদ্রাসন ইউনিয়ন পরিষদ, চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়, চরভদ্রাসন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা সাংবাদিক সমাজ, উপজেলা মানবাধিকার সংস্থা ও উপজেলা জাকের পার্টি সহ বিভিন্ন প্রতিষ্ঠান।