চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

এফএনএস (চরভদ্রাসন, ফরিদপুর) : | প্রকাশ: ১৬ ডিসেম্বর, ২০২৫, ০৭:১১ পিএম
চরভদ্রাসনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মঙ্গলবার মহান বিজয় দিবস-২০২৫খ্রি. এ বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ মর্যাদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষ্যে দিবসের সকাল ১০ টায় চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে বীর মুক্তিযোদ্ধাদের এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন। এ সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যায়েদ হোসাইন ও চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, উপজেরা বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ.জি.এম বাদল আমিন প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।

জানা যায়, সংবর্ধনা অনুষ্ঠানের প্রথমে বীর মুক্তিােদ্ধাদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। পরে ৭১’এর কৃত্তি ও স্মৃতিচারণ করে অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমূখ। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা ও সঠিক ইতিহাস নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যাক্ত করেন। অনুষ্ঠান শেষে উপজেলার প্রত্যেক মুক্তিযোদ্ধাকে দিবসের সম্মানি নগদ ৭শ’ টাকা, একটি করে শীতের চাঁদর ও একটি করে বিরিয়ানীর প্যাকেট বিতরন করা হয়। 

আপনার জেলার সংবাদ পড়তে