শেরপুরে বিজয় দিবসে জামায়াতের ম্যারাথন

এফএনএস (শাকিল আহমেদ শাহরিয়ার; শেরপুর) :
| আপডেট: ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৮ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩৮ পিএম
শেরপুরে  বিজয় দিবসে জামায়াতের ম্যারাথন

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর শাখার আয়োজনে“জটঘ ঞঙ ইটওখউ ঝঐঊজচটজ ডওঞঐ জঅঝঐঊউটখ ওঝখঅগ” ”শীর্ষক এক বর্ণাঢ্য ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শেরপুর জেলা শহরের খোয়ারপাড় মোড় থেকে থানা মোড় পর্যন্ত অনুষ্ঠিত এই ম্যারাথনে নেতাকর্মীদের অংশগ্রহণে সাধারণ মানুষের উপস্থিত লক্ষ্য করা যায়। ম্যারাথনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের চেতনাকে উদ্দীপনাময় ও ইতিবাচক পরিবেশে নতুনভাবে উদযাপন করা হয়।

এই‎‎সময়  উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমীর মাওলানা হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

‎‎ম্যারাথনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। এসময় তিনি বলেন, “বাংলাদেশের বিজয়ের পূর্ণ কৃতিত্ব আমাদের বীর মুক্তিযোদ্ধা ও এ দেশের আপামর জনগণের।” এই বিজয় ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। জনগণকে সাথে নিয়েই সকল অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।

‎‎দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ যখন উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। তবে সকল বাধা অতিক্রম করে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও শক্তিশালী বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। পরিশেষে তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় আগামীর সকল গণতান্ত্রিক আন্দোলন ও কর্মসূচিতে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে