নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিজস্ব প্রতিবেদক
| আপডেট: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০১:৫৮ পিএম | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০১:২৪ পিএম
নির্বাচন ইস্যুতে সিইসির সঙ্গে বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নির্বাচন-সংক্রান্ত সমসাময়িক ও জরুরি বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনটির একটি প্রতিনিধি দল বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নির্বাচনকে ঘিরে চলমান পরিস্থিতি ও সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

প্রাথমিকভাবে বৈঠকটি সকালে হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময় পরিবর্তন করে বিকেলে নির্ধারণ করা হয়। সে অনুযায়ী নির্ধারিত সময়েই প্রতিনিধি দলটি সিইসির সঙ্গে আলোচনায় বসবে।

শাহাদাত হোসেন আরও জানান, বৈঠক শেষে সংগঠনের পক্ষ থেকে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করা হবে। সেখানে আলোচনার বিষয়বস্তু ও সিদ্ধান্তগুলো তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে