সেবা, ভালোবাসা, শিক্ষা ও সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করা মানবিক সংগঠন সেবাপ্রিয় ফাউন্ডেশনের ২য় বর্ষপূতি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) চট্টগ্রাম, রাউজান, নোয়াপাড়াস্থ আমেনা বশর-বয়স্ক পুর্নবাসন কেন্দ্রে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি বিজয় বড়ুয়ার সভাপতিত্বে, প্রতিষ্ঠাতা ও অর্থ সম্পাদিকা শতাব্দী বড়ুয়ার সঞ্চালনায় সেবাপ্রিয় ফাউন্ডেশন এর ২য় বর্ষপূতি উদযাপন ও অর্ধশতাধিক অসহায় বয়স্কদের মধ্যাহ্নভোজন সহ কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও বিশিষ্ট্য ব্যবসায়ী, ফাউন্ডশনের আজীবন দাতা সদস্য বাবু জয় বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন, প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা বাবু প্রিয়জন বড়ুয়া, আমেনা বশর পুর্নবাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব সামছুল আলম, রিদোয়ান হোসেন। আরোও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক অন্তর ত্রিপুরা, সহ অর্থ সম্পাদিকা রাবিয়া সুলতানা নুসরাত, সহ-প্রচার সম্পাদিকা শারমিন শিমু, প্রান্ত, চন্দন, মিতা, রিতা, টুম্পা, সন্তুস, অপু, জিহান সহ অতিথিবৃন্দগণ। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংগঠনের সকল সদস্যের অক্লান্ত পরিশ্রম ও মানবিক চিন্তাধারার ফলেই স্বল্প সময়ের মধ্যে সংগঠনটি ব্যাপক সুনাম ও পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে। ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করে মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।