বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন এ সময় থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপর দিকে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চিতলমারী প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ পুস্পস্তবক অর্পন করেন।
সকাল সাড়ে ৮টায় স্থানীয় ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম জাতীয় পতাকা, শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ও জাতীয়সঙ্গীতের মধ্যেদিয়ে দিবসটির শুভ সুচনা ঘোষনা করেন।
একই সাথে উপজেলা প্রশাসাশনের পক্ষথেকে জাতীর শ্রেষ্টসন্তান বীর মুক্তিযোদ্ধাদের লাল-গালিচা সংবর্ধনায় ফুলের পাপড়ী ছিটিয়ে বরণ করে নেয়া হয় । দ্বিতিয় অধিবেশনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, প্রিতী ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী উদযাপিত ।