চিতলমারীতে মহান বিজয় দিবস পালিত

এফএনএস (মোঃ একরামুল হক মুন্সী; চিতলমারী, বাগেরহাট) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০২:০৬ পিএম
চিতলমারীতে মহান বিজয় দিবস পালিত

বাগেরহাটের চিতলমারীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন এ সময় থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। অপর দিকে বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চিতলমারী প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ পুস্পস্তবক অর্পন করেন।

সকাল সাড়ে ৮টায় স্থানীয় ফায়জুল হক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো: সাজ্জাদ হোসেন ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নজরুল ইসলাম জাতীয় পতাকা, শান্তির প্রতীক কবুতর উড়িয়ে ও জাতীয়সঙ্গীতের মধ্যেদিয়ে দিবসটির শুভ সুচনা ঘোষনা করেন।

 একই সাথে উপজেলা প্রশাসাশনের পক্ষথেকে জাতীর শ্রেষ্টসন্তান বীর মুক্তিযোদ্ধাদের লাল-গালিচা সংবর্ধনায় ফুলের পাপড়ী ছিটিয়ে বরণ করে নেয়া হয় । দ্বিতিয় অধিবেশনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা, প্রিতী ফুটবল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচী উদযাপিত ।

আপনার জেলার সংবাদ পড়তে