কয়রা সদর ইউনিয়নে মাল্টি-স্টেকহোল্ডারস প্লাটফর্ম গঠন ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উত্তরনের গেইন প্রকল্পের সহযোগীতায় ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কয়রা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে ও প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আলতাফ হোসেন লাভলুর পরিচালনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মোহাঃ হুমায়ুন কবির, প্যানেল চেয়ারম্যান মোঃ মাসুম বিল্লাহ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ কামরুল হাসান, স্বাস্থ্য বিভাগের এবি ছিদ্দিক, জয়নাব খাতুন, নারী নেত্রী মুর্শিদা খাতুন, সমাজ সেবক সানা মুনছুর রহমান, মোল্যা মনিরুজ্জামান, ফিল্ড অর্গানাইজার ফৌজিয়া পারভীন, স্বেচ্ছাসেবক হাফেজ মনিরুজ্জামান, আশিকুজ্জামান প্রমুখ।