বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেছেন,বাংলাদেশের অনেক বিজয় মঞ্চে স্বাধীনতা বিরোধী দালাল চক্র বসে আছে। তারা পাক বাহীনির দালাল ছিলো। এখন প্রশাসনের অনেক জায়গায় স্বাধীনতা বিরোধীদের দোসররা অবস্থান করছে। প্রশাসনে পতিত আওয়ামী লীগ স্বৈরাচার সরকারের দোসরারও অবস্থান করছে। একইভাবে জামালপুরের প্রশাসনেও কিছু কিছু জায়গায় স্বাধীনতা বিরোধী, জামায়াত ইসলামের দোসর ও পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দোসররা বসে আছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে জামালপুর শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, এখনো সময় রয়েছে নিজেদেরকে শোধরানোর ব্যবস্থা গ্রহণ করুন। আপনাদের কোন কর্মকান্ড যদি গণতন্ত্র, নির্বাচন, জনগণ, ৭১ ও ২৪ এর চেতনার বিরুদ্ধে যায় তাহলে আপনাদেরকেও পতিত স্বৈরাচার ও তাদের দোসরদের পরিণতি ভোগ করতে হবে। লক্ষ লক্ষ শহীদের আত্মদানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের বিজয় অর্জন করেছি। কিন্তু এখনো স্বাধীনতা বিরোধীরা সক্রিয়, তারা দেশের সার্বভৌমত্বকে বিনষ্ট করতে চায়। দেশের সকল মানুুষ, বিশেষ করে তরুণ ছাত্রদের দেশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে সজাগ থাকতে হবে।
জামালপুরে বিজয় দিবস উপলক্ষ্যে জেলা বিএনপি আলোচনা সভা, দোয়া ও র্যালির আয়োজন করে। শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটনের সভাপতিত্বে জেলা বিএনপির সহ সভাপতি লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান সজিব।