সুন্দরগঞ্জে হোমিও ডাক্তারকে পিটিয়ে হত্যা

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:৪৫ পিএম
সুন্দরগঞ্জে হোমিও ডাক্তারকে পিটিয়ে হত্যা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সখের বাজারে মাজারের খিচুরী খাওয়া নিয়ে কথা কাটাকাটিতে আহাম্মদ আলী (৫০) নামের এক হোমিও ডাক্তারকে বাজারস্থ তার চেম্বারে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী দোকানী। 

আহাম্মদ আলী দক্ষিণ শ্রীপুর নয়ন সুখ গ্রামের মৃত আফিল মুন্সির ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বেলা আনুমানিক ১১ টার দিকে সখের বাজারস্থ নিজ চেম্বারে। 

সরেজমিন পরিদর্শন কালে স্থানীয় রাশেদুল, আবু হোসেন, আমিন ও আবু বক্করসহ অনেকে জানান, গত ১৬ ডিসেম্বর সন্ধ্যায় বাজারের দোকানী গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী বারবলদিয়া গ্রামের খলিলুর রহমান এর ছেলে রেনু মিয়া ও মোন মিয়া মাজারে রান্না করা পুড়ে যাওয়া খিচুরী ডাক্তার আহাম্মদ আলীকে খেতে দেয়। তিনি খিচুরী না খেয়ে গতকাল বুধবার সকাল ১১ টার দিকে ঐ খিচুরী রেনু মিয়া ও মোন মিয়াকে ডেকে নিয়ে খেতে বলেন। এতে উভয়ের মধ্যে বার্কবিতন্ডার একপর্যায়ে মারামারি বাধলে বাজারের লোকজন দুপক্ষকে ছাড়িয়ে নেয়। পরে লোকজন সরে গেলে সুযোগ বুঝে সকলের অজান্তে রেনু মিয়া, মোন মিয়া ও তাদের পিতা খলিলুর রহমান ডাক্তার আহাম্মদ আলীর চেম্বারে ঢুকে এলোপাতারী লাঠি দিয়ে মারপিট করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ঘটনার খবর বাজারে ছড়িয়ে পরলে লোকজন দৌড়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই হত্যাকারীরা দোকান বন্ধ করে শটকে পড়ে। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, এস আই শামছুল হক ও অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহী কুমার কুন্ডু ফৌস নিয়ে ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধারের পর সুরুতহাল লিপিবদ্ধ করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করায় সখের বাজারসহ এর আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, ঘটনাটি নিয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

আপনার জেলার সংবাদ পড়তে