কয়রা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় উপজেলা পরিষদ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল খেলায় উপজেলা প্রশাসন ১-০ গোলে সুধী সমাজকে পরাজিত করে বিজয়ী হন। খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মামুনার রশিদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, খুলনা জেলা বিএনপির সদস্য এম এ হাসান, সাংবাদিক সদর উদ্দিন আহমেদ, মোঃ রিয়াছাদ আলী, শেখ মনিরুজ্জামান মনু, আঃ রউফ, মোঃ ফরহাদ হোসেন, নুরুল আমিন নাহিন প্রমুখ। খেলা পরিচালনা করেন উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আহাদ আলী। শত শত দর্শক আনন্দঘোন পরিবেশে খেলাটি উপভোগ করেন।