কাটেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীর অভিযোগ

এফএনএস (মোঃ রিয়াছাদ আলী; কয়রা, খুলনা) : | প্রকাশ: ১৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:৫৬ পিএম
কাটেশ্বর টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীর অভিযোগ

সুন্দরবনে অপরাধ দমনে বিশেষ ভুমিকা পালন করায় এক বন কর্মকর্তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে একটি মহল। তারা তাদের অনৈতিক সুবিধা আদায় করতে না পেরে এ ধরনের কাজ করছে বলে জানিয়েছে স্থানীয় জেলে বাওয়ালীরা। এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ কারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য ঐ বন কর্মকর্তা প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেছেন। জানা গেছে  ১৫ মার্চ সাতক্ষীরা রেঞ্জের অধিনস্থ  কাটেশ্বর বন টহল  ফাঁড়িতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে যোগদান করেন মোঃ মোস্তাফিজুর রহমান।  দায়িত্ব  গ্রহন করাার পর। থেকে তিনি সুন্দরবনের সম্পদ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করেন। নিয়মিত টহল কার্যক্রম চলমান রাখায় বিপাকে পড়ে চোরাকারবারিরা। এমনকি তাকে একটি মহলের কথা মতো চলার প্রস্তাব দেওয়া হয়। তিনি তাদের কথা না শুনায় ঐ মহলটি ইতিমধ্যে তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্রে মেতে উঠে। তারই ধারাবাহিকতায় সাংবাদিকদের নিকট মিথ্যা তথ্য প্রদান করে ঐ কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ পরিবেশেন করে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বিভান্তমুলক মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে।  তিনি এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। কাটেশ্বর বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন,  এই টহল ফাঁড়িতে যোগদান করার পর  পিওআর এবং  ইউডিওআর মামলা দায়ের করা সহ সাতটি  বন অপরাধ  উদঘাটন  করা হয়েছে ।  এর মধ্যে  ইঞ্জিন চালিত ট্রলার একটি,  হরিণ শিকারের নৌকা, জ্বালানি কাঠের নৌকা এবং নিষিদ্ধ  জাল আটক করা হয়। যার পরিপ্রক্ষিতে আমাকে  স্থানীয় লোকজনের  রোষানলে পড়তে হচ্ছে। এমনকি এ সকল কাজের সাথে জড়িত ব্যক্তিরা তাদের স্বার্থ হাসিল করতে না পেরে আমার বিরুদ্ধে  বিভিন্ন  প্রকার মিথ্যা ভিত্তিহীন  উদ্দেশ্য  প্রণোদিত হয়ে বানোয়াট  বিরুপ মন্তব্য করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। আমি এ সকল মিথ্যা অপপ্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

আপনার জেলার সংবাদ পড়তে