মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বিডি ৩২৫ এর প্রাক-বড়দিন উদযাপন ও বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার মদনপুর মেথোডিস্ট চার্চ এর মাঠে মেথোডিস্ট কমিউনিটি সোস্যাল সার্ভিস এর পরিচালনায় ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ২৮৪ জন শিশু ও ছাত্র-ছাত্রী এবং ১৫ জন সিএসপি মা দের মাঝে বিভিন্ন রকমের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সাতক্ষীরা জেলা মেথোডিস চার্চ এর ডায়সিস লিডার প্রফুল্ল্য হালদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতপুর ক্যাম্প ইনচার্জ অশোক কুমার পাল,এম সি এস এস এর ডিরেক্টর সুবির বিশ্বাস,সমাজসেবা অফিসের তৌফিক ইমরান, সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম,শিক্ষক আনোয়ার হোসেন, এম সি এস এস কো-অর্ডিনেটর দিবংকর দাস,মিলন কুমার সরদার,তালা প্রেসক্লাবের যুগ্ম- সাধারণ সম্পাদক এম এ মান্নান,প্রকল্প ম্যানেজার মনিশংকর বাইন,ইউপি সদস্যা জাকিয়া সুলতানা,ইউপি সদস্য কামরুজ্জামান মোড়ল প্রমূখ। অনুষ্ঠানে প্রকল্পের মেয়েদের দিয়ে নিত্য পরিবেশন করা হয়।