স্বাধীনতাকে অর্থবহ ও শোষণ বঞ্চনামুক্ত করতে হলে সর্বত্র আল্লাহভীরু নেতাকে নির্বাচিত করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম। তিনি বলেন, সাম্য মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বাধীনতা সংগ্রাম অনুষ্ঠিত হলেও বিজয়ের ৫৪ বছর পরও এদেশের মানুষ ন্যায় বিচার পায়নি। দেশের জনগণ এখনো শোষণ বঞ্চনার শিকার। ন্যায় বিচার থেকে বঞ্চিত। সন্ত্রাস দুর্নীতি ও মাদকের করালগ্রাসে নিমজ্জিত। এমতাবস্থায় আগামীর বাংলা বৈষম্যহীন, শোষণ বঞ্চনামুক্ত বাংলা প্রতিষ্ঠিত করতে হলে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিতে হবে। এজন্য সকলকে একযোগে মিলেমিশে কাজ করতে হবে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে মুরাদনগর বড় মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুরাদনগর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যাালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি মোহাম্মদ হোসেন মোল্লা ও মোঃ সাইফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী শেখ মুহম্মদ সাইফুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুল হান্নান, যুবনেতা মাওলানা শোয়াইব হোসাইন, ছাত্রনেতা মুসা হায়দার ও সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম। পরে একটি বিরাট র্যালী মুরাদনগর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত হয়। শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।